মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র্যালি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী ২০২৬ রবিবার সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও র্যালিতে নির্মাণ শ্রমিকরা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা চালু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা মাসে অন্তত একবার আয়োজনসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখার অফিস থেকে শুরু হয়ে মির্জাপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সের নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
এ সময় শ্রমিক নেতারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও তারা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আমার বার্তা জেএইচ/ আনোয়ার হোসেন
