দীর্ঘদিন পর মানুষ নিরাপদে ভোট দিতে পারবে: ব্যারিস্টার খোকন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দীর্ঘদিন পর মানুষ ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবে এবং ভোট দেওয়ার পর কাউকে হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, তিনি আশা করেন আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছেন। তবে এত সংগ্রামের পরও তিনি ভোট দিয়ে যাওয়ার সুযোগ পাননি, যা দলের জন্য বেদনাদায়ক।

নির্বাচিত হলে রাষ্ট্রের পাঁচটি মৌলিক দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকার করে ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি ক্ষমতায় এলে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং তার নির্বাচনী এলাকায় শতভাগ শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে এলাকার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবেন। একই সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।


আমার বার্তা/জেইচ