লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়েবিটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দফাদার পাড়ার প্রবাসী নাছির উদ্দিন গুরা মিয়ার ছেলে। এ ঘটনায় সিমেন্ট মিক্সার ট্রাকটি স্থানীয়রা আটক করে রেখেছে।  

স্থানীয়ারা জানান, চুহিম আমিরাবাদ স্টেশন থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় লোহাগাড়া ডায়েবেটিক হাসপাতালের সামনে পৌছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির সিমেন্ট মিক্সিং ট্রাক মোটরসাইকেলটি ওভারটেকের চেষ্টা করে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলেই চুহিমের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।