সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮২৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১২৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৫২ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮২৩ জনকে। অভিযানিক কার্যক্রমে উদ্ধার সংক্রান্ত তথ্য জানানো হয়নি।


আমার বার্তা/এল/এমই