গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গাজীপুরের কোনাবাড়ীতে রহিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) কুড়িগ্রামের উলিপুর থানার নন্দু নেপড়া গ্রামের আ. হাকিমের ছেলে এবং রাজীব (২০) বাগেরহাটের কচুয়া থানাধীন গজারিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।
র্যাব জানায়, নিহত রহিমা খাতুন তার স্বামী ইমরানের (৩৯) কোনাবাড়ীর একটি বাসায় পঞ্চম তলায় ২ রুম ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে অজ্ঞাতনামা আসামিরা বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগী রহিমা খাতুনের গলার শ্বাসনালি কটে হত্যা করে এবং ভুক্তভোগী ইমরানকে হত্যার উদ্দেশে গলা কটে গুরুতর জখম করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ইমরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং নিহত রহিমার মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আ. রহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীকালে হত্যাকাণ্ডের ঘটনা আমলে নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিতিত্তে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১, র্যাব-৬ এবং র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আইনুল ইসলাম ওরফে বুলেটকে নরসিংদীর মাধবদী থানাধীন আলগী এলাকা থেকে এবং রাজীবকে বাগেরহাটের কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার বার্তা/এল/এমই
