অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান ও জরিমানা আদায়
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-সোনারগাঁও আওতাধীন ইছাপাড়া ও সোনারগাঁও থানা সংলগ্ন এলাকা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে, অবৈধ ১টি চুনা কারখানা, ১টি ঢালাই কারখানা ও ১টি খানাঢুলি কারখানা এবং ১টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের এমএস পাইপ -৩৫ফুট, ৩টি বার্নার, ১টি ডিজেল ইঞ্জিনসহ জেনারেটর (১০কি.ও.) ও ২টি পাথর ওজন করার যন্ত্র অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে চুন কারখানার মালিককে ৫০,০০০/- জরিমানা করা হয়েছে। প্রত্যেকটি স্পটের অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্টে কিলিং/ক্যাপিং করা হয়েছে। চুন এবং ঢালাই কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পানি স্প্রে করে চুন বিনষ্ট করা হয়েছে।
একই দিনে, মো: তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- এনায়েতনগর-কাশীপুর আওতাধীন মর্ডাণ হাউজিং, পঞ্চবটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মডার্ণ হাউজিং এলাকায় অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে ০৩টি আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১৬টি আবাসিক সংযোগের প্রায় ৩০০ টি ডাবল চুলা সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিলিং করা হয়েছে। উক্ত অভিযানে ৩/৪" ব্যাস প্রায় ৩৫০ ফুট বিতরণ পাইপ জব্দ করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে তাৎক্ষণিকভাবে ২,২০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৬, মিরপুর বিক্রয় শাখা আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ন্যাশনাল ওয়াশিং প্লান্ট, ঠিকানা: ২৩/৮/১, শাহ আলিবাগ, মিরপুর-১, ঢাকা -নামক প্রতিষ্ঠানে গ্যাসবিহীন পরিত্যক্ত একটি সার্ভিস লাইনের অস্তিত্ব পাওয়া যায় এবং অবৈধ গ্যাস ব্যবহারের আলামতের প্রেক্ষিতে ড্রেনের আরসিসি ব্লক অপসারণ করে অবৈধ সার্ভিস লাইন গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়ে আরসিসি ঢালাই ও বিটুমিনাস রড ভেঙে মাটি খনন করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতঃ সোর্স লাইন হতে সার্ভিস লাইন কিল করা হয়েছে। এ সময় ৭৫ ফুট এমএস পাইপ ও ০১টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে।
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -চন্দ্রা আওতাধীন সফিপুর পূর্ব পাড়া, এবং মন্ডলপাড়া, চন্দ্রা, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মো আহসান, সফিকুল সোহাগ, নাজমুল হোসেন মৃধা, মো কবির, মো আকবর, মো রমজান আলী ও মো: শামিম নামক অবৈধ আবাসিক গ্যাস ব্যবহারকারীর মোট ৯৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ০৪টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে।
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে অনুমোদন অতিরিক্ত চুলার কারনে বিচ্ছিন্ন ০৯টি ও অতিরিক্ত চুলার সংখ্যা ১৭টি ডাবল ও ০৩ সিঙ্গেল আবাসিক সংযোগ হতে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের কারণে ০১(এক) টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অধিকন্তু, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ- আশুলিয়া আওতাধীন ধনাইদ ইউসুফ মার্কেট, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিহীন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ইউসুফ মার্কেট এলাকায় ৫ টি গলিতে প্রায় ২৫ টি বাড়িতে আনুমানিক ২০০ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৩০০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ২,১৬,৪০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য যে, উক্ত এলাকায় ইতিপূর্বেও ( গত সপ্তাহে) অবৈধ গ্যাস ব্যবহার করায় হাউজলাইল অপসারণ করে সোর্স কিল করা হয়েছিল। এ ছাড়াও জামগড়া, আশুলিয়াতে মিজান সি এন জি তে বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করার সময় টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪১৯টি শিল্প, ৫৪৪টি বাণিজ্যিক ও ৭৫,৩৪৮টি আবাসিকসহ মোট ৭৬,৩১১টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৬৩,৬৭৫টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
আমার বার্তা/এমই
