টিসিবির সহায়তাকারী হিসেবে স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক রূপালী ব্যাংক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক।
গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রূপালী ব্যাংক।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ ও টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ ও টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।
জানা যায়, টিসিবির খাদ্যপণ্য আমদানিতে অর্থায়ন করে থাকে রূপালী ব্যাংক। এ জন্য ব্যাংকটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
আমার বার্তা/এল/এমই