পোশাকশিল্পে শ্রম-নেতৃত্ব ও বিজিএমইএ’র মধ্যে মতবিনিময় সভা

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পোশাকশিল্পে শ্রম-নেতৃত্ব ও বিজিএমইএ’র মধ্যে মতবিনিময় সভা: শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার

পোশাক শিল্পে স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে আজ উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

সভায় বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশা ও শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজসহ বিজিএমইএ নেতৃবৃন্দ এবং দেশের ১৬টি প্রধান গার্মেন্টস শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ শিল্পে শ্রম স্থিতিশীলতা নিশ্চিত করতে শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা কামনা করে বলেন, তুচ্ছ ঘটনায় রাস্তাঘাট বন্ধ বা কারখানা ভাঙচুর করা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায় এবং শিল্পের সুনাম ক্ষুণ্ন করে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

শ্রমিক নেতারা এ প্রস্তাবে সহমত প্রকাশ করে বলেন, শ্রমিকের ন্যায্য দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং কোনোভাবেই আইন বহির্ভূত কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। তারা বিজিএমইএ’র আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

সভায় আরও জানানো হয়, গার্মেন্টস অধ্যুষিত অঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণে বিজিএমইএ জমি বরাদ্দ চেয়ে সরকারের কাছে আবেদন করেছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। শ্রমিকদের জন্য ফুড রেশনিং ব্যবস্থাও চালু করতে চায় বিজিএমইএ, যার জন্য একটি পূর্ণাঙ্গ শ্রমিক ডাটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সভায় শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মন্টু ঘোষ, তাসলিমা আক্তার, মো. ফরিদুল ইসলাম, মো. মিজানুর রহমান অপু, অরবিন্দু বেপারী বিন্দু, ডাঃ সামছুল আলম, মো. ইব্রাহিম, মো. শহিদুল ইসলাম সিকদার বাবুল, মো. মিজান হাওলাদার, মো. রুহুল আমিন হাওলাদার, মো. নজরুল ইসলাম, ফয়সাল ইবনে কবির, সাদেকুর রহমান শামীম, শিরিন আক্তার, রাবেয়া সুলতানা রানী ও মো. হারুন অর রশিদ।

সভা শেষে উভয় পক্ষ শান্তিপূর্ণ শ্রম পরিবেশ এবং গঠনমূলক অংশীদারিত্বে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আমার বার্তা/এমই