ফ্লোরিডায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪-২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
 
আয়োজকরা জানান, এবারের ফেয়ার ও ফেস্ট হবে সংস্কৃতি,  ব্যবসা উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার মিলনমেলা। এতে অংশ নিবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক,  সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী নিবেশকারী, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন পেশাজীবী, ও তরুণ উদ্যোক্তারা।
 
সংবাদ সম্মেলনে ফেস্টের কনভেনর আতিকুর রহমানসহ অন্যান্য বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই