প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে ৪৫০ কোটি টাকা লেনদেন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া যে কয়টি শেয়ার ও ইউনিটের দর কমেছে, বেড়েছ তার চেয়ে তিন গুণ বেশি। এর মধ্যে বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের দর বেড়েছে বেশি এবং সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে। প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটির লেনদেনেও বেশ গতি পরিলক্ষিত হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে উঠেছে।
প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৩টির। বিপরীতে কমেছে ৮১টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা পর্যন্ত ক্সচেঞ্জটিতে মোট ৪৫০ কোটি ৮৯ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই সময় পর্যন্ত ৩৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ বৃহস্পতিবারে তুলনায় আজ প্রথম ঘণ্টায় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৬৭ লাখ টাকা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ২৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সিটি ব্যাংক পিএলসি।
আমার বার্তা/এল/এমই