পল্লী সঞ্চয় ব্যাংকে উত্তেজনা অবরুদ্ধ এমডি সালমা বানু
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১ | অনলাইন সংস্করণ
মুনিরুল তারেক:

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমা বানু'র স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে উত্তেজনা ক্রমশ বিস্তার লাভ করছে পল্লী সঞ্চয় ব্যাংকে। কর্মকর্তা-কর্মচারীদের গৃহঋণ পেতে ঘুষ, নিয়োগ-বদলি বাণিজ্য, কারণে-অকারণে সাময়িক বরখাস্তের নামে হয়রানি ও অর্থের বিনিময়ে বরখাস্ত প্রত্যাহার, ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীদের রক্ষাসহ এমডির নানাবিধ সিদ্ধান্তগত খামখেয়ালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যাংকটিতে কর্মরতরা। সালমা বানু যোগদানের পর থেকে তার স্বেচ্ছাচারী কাণ্ডের কারণে ব্যাংকে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে শিগগিরই বিস্তারিত সংবাদ তুলে ধরা হবে দৈনিক আমার বার্তা পত্রিকায়।
সোমবার (১৫ আগস্ট) এমনই কয়েকজন ভুক্তভোগীর রোষানলে পড়েন এমডি সালমা বানু। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ইস্কাটন রোডে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ কক্ষে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। প্রথমে ভুক্তভোগীদের সাক্ষাৎ দিতে চাননি এমডি। এ নিয়ে হট্টগোল বেধে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে চাপের মুখে কয়েকজন তার সাক্ষাৎ পান। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। উত্তেজনাকর পরিস্থিতির ভিডিও প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।
এমডির সঙ্গে সাক্ষাৎ প্রত্যাশী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, এমডি সালমা বানু টাকা ছাড়া কিছুই বোঝেন না। ঠুনকো অজুহাতে সাময়িক বরখাস্ত করে মাসের পর মাস ভোগান্তিতে রাখছে। আবার কেউ কেউ সকালে বরখাস্ত হয়ে রাতেই সেই আদেল বাতিল হয়ে যায়। সবই টাকার খেলা। সালমা বানু তার পছন্দের কিছু লোক নিয়ে সিন্ডিকেট বানিয়ে দুর্নীতি করছেন। তিনি আওয়ামী লীগপন্থি লোকদের প্রশ্রয় দিচ্ছেন টাকার বিনিময়ে। এমনকি তিনি ফৌজদারী ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের আইন প্রয়োগের কাজে বাধা সৃষ্টি করছেন।
এসব বিষয়ে মন্তব্য জানতে সালমা বানুর দপ্তরে গিয়ে সাক্ষাতের অনুরোধ জানালে তিনি সহকারীর মাধ্যমে সাক্ষাৎ করবেন না বলে জানিয়ে দেন। একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।
আমার বার্তা/এমই