বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং নিরীক্ষক নিয়োগও সম্পন্ন হয়।
সভায় সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, "পোশাক শিল্প বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা সবাই মিলে কাজ করলে এই চ্যালেঞ্জগুলো জয় করা সম্ভব।" তিনি গত তিন মাসে পরিচালনা পর্ষদের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
এছাড়া, বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন।
সভায় সদস্যরা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, এই বার্ষিক সাধারণ সভাটি মূলত ২০২৩-২৪ অর্থবছরের জন্য অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পূর্ববর্তী পর্ষদ তাদের মেয়াদ পূর্ণ করতে ব্যর্থ হওয়ায় এবং সরকারের মনোনীত প্রশাসক প্রায় আট মাস দায়িত্ব পালন করায় নির্ধারিত সময়ে সভাটি আয়োজন সম্ভব হয়নি। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সভাটি আয়োজন করে, যা বিজিএমইএ’র স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন।
আমার বার্তা/এমই