প্রবেশ করেছে বিপুল পরিমাণে জাল নোট, যে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণে জাল নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন এবং লেনদেন করা একটি গুরুতর অপরাধ এবং শাস্তিযোগ্য। জাল টাকার বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
জাল নোটের প্রচলন প্রতিরোধে এবং নগদ লেনদেনে সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশ ব্যাংক নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছে:
নোট গ্রহণের সময় জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যাচাই করা।
>> বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা।
>> নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
>> সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা।
আমার বার্তা/এল/এমই