পাচারকৃত টাকা উদ্ধার ও ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাড়ে চার হাজার কোটি টাকা উদ্ধার ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ এই মানবন্ধনে অংশ নেন।
তারা অভিযোগ করেন, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্রাহকদের অবদানে ফারইস্ট লাইফের তহবিলে জমা হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সহযোগী এমএ খালেক নিজেদের লোক বসিয়ে ভুয়া খরচ, কাগুজে বিনিয়োগ ও ম্যানেজমেন্ট কারসাজির মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করেন-যার বড় অংশ বিদেশে পাচার হয়েছে।
এর ফলে ৪০ লাখ গ্রাহক প্রাপ্য অর্থ না পেয়ে প্রতিদিন অফিসে গিয়ে আহাজারি করছেন। এসময় দুদকে ৫ দিনের রিমান্ডে থাকা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবিতে দুদকে স্মারকলিপি দেন তারা।
আমার বার্তা/এল/এমই
