রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের পরিকল্পনা অবাস্তব: কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মধ্যে ৪টির মূলধন ঘাটতি পূরণের পরিকল্পনা অবাস্তব বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বাস্তবসম্মত নতুন পরিকল্পনা আবারও জমা দেয়ার নির্দেশ দিয়ে প্রতিষ্ঠানটি বলছে, সোনালী ও বিডিবিএলের পরিকল্পনা বস্তবসম্মত। তবে ভবিষ্যতে শিথিলতা দেখানোর সুযোগ নেই।
কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের মধ্যে ৪ ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ নিয়ে শঙ্কায় সরকার। এর মধ্যে অগ্রণী, জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ প্রায় ‘উচ্চাকাঙ্ক্ষী’ অবস্থায় পৌঁছেছে। আর সোনালী ও বিডিবিএল প্রভিশন ঘাটতিতে থাকলেও ‘প্রভিশনাল ফার বেয়ারেন্স’র সুবিধা দেখিয়ে মূলধন উদ্বৃত্ত দেখিয়েছে।
সংকটাপন্ন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী জনতা বেসিকের কর্মপরিকল্পনার রিপোর্ট অনুযায়ী, নিট মুনাফা বাড়িয়ে গড়ে ৫ বছর সময় নিলেও খেলাপি ঋণ কমানো কঠিন। এছাড়া সরকার থেকে পুনরায় মূলধন নেয়াও এই মুহূর্তে সম্ভব নয় নীতিগত কারণে। কোনো কোনো ব্যাংকের এই তিনটি সম্ভানাই নেতিবাচক। ফলে ব্যাংকের বাইরে যাওয়া অর্থ ব্যাংকে ফেরানো উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে।
অন্যদিকে, রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি কমেছে প্রায় ৪১৪ কোটি টাকা। তিন বছরে নিট মুনাফা ৮৩ কোটি টাকা। সেনালী ব্যাংক ২০২৪ সালে ৬৪ কোটি টাকা উদ্বৃত্ত নিয়ে বছর শুরু করে, তিন বছরে ব্যাংকটির নিট মুনাফা ১ হাজার ৮৮৮ কোটি টাকা।
এদিকে, বিডিবিএল বর্তমানে মূলধন উদ্বৃত্ত আছে ১০৩ কোটি টাকার। প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালে তা ৩৯৭ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য রয়েছে।
আমার বার্তা/এল/এমই
