ই-পেপার মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ডিসিসিআই জার্নাল এবং ট্যাক্স গাইড-এর মোড়ক উন্মোচন

আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১৫:০২

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কর্তৃক প্রকাশিত ‘ডিসিসিআই জার্নাল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক পলিসি’-এর দ্বিতীয় সংষ্করণ এবং ‘ট্যাক্স গাইড ২০২৫-২৬’-এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠান গত সোমবার (০১ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থ দুটোর মোড়ক উন্মোচন করেন, যেখানে পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর চেয়ারম্যান ও ডিসিসিআই জার্নালের প্রধান সম্পাদক ড. জায়েদী সাত্তার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সদস্য (কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, গত চার দশক ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ‘ডিসিসিআই ট্যাক্স গাইড’ প্রকাশ করে আসছে। দেশের সার্বিক উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে জিডিপিতে করের অবদান বৃদ্ধির লক্ষ্যে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদানের প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংষ্কারের উপর জোরারোপ করেন তাসকীন আহমেদ। তিনি আরোও বলেন, দেশের বেসরকারিখাত ও অর্থনীতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তথ্য নির্ভর গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি খাতভিত্তিক সুপারিশমালা প্রণয়নে ডিসিসিআই প্রতিনিয়ত কাজ করে আসছে, যার ধারাবাহিকতায় প্রকাশিত ‘ডিসিসিআই জার্নাল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক পলিসি’-এর দ্বিতীয় সংষ্করণে সামষ্টিক অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, এলডিসি উত্তরণ, আমদানি-রপ্তানি ব্যবস্থাপনা সহ রাজস্ব ও মুদ্রানীতি প্রভৃতি বিষয় এ গবেষণাপত্রে স্থান পেয়েছে, যা সরকার ও বেসরকারিখাতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতির প্রবৃদ্ধি উন্নয়ন বিষয়ক নানামুখী কার্যক্রম পরিচালনা করলেও, আমাদের সামগ্রিক অর্থনীতি কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি, তাই এ বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। বাণিজ্য সংগঠন হিসেবে ঢাকা চেম্বারের গবেষণা কার্যক্রম স্বাগত জানিয়ে বাণিজ্য বলেন, ‘রুল অব অরিজিন’ এবং ব্যবসা-বাণিজ্যের অন্যান্য বিষয়ের উপর সুনির্দিষ্ট গবেষণাপত্র ও প্রকাশনা প্রণয়নের মাধ্যমে ডিসিসিআই দেশের অর্থনীতিকে গতিশীল করতে আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে।

পিআরআই’র চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, সম্প্রতি বেশকয়েকটি প্রতিবেদনে বাংলাদেশে দারিদ্রতার হার বৃদ্ধির আংশকার বিষয়টি ওঠে এসেছে, যা বেশ উদ্বেগের বিষয়। সামগ্রিকভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব হলে দারিদ্রতা বৃদ্ধির আংশকা দূরীভূত হবে, তবে এক্ষেত্রে রপ্তানিমুখী শিল্পায়নের প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের রপ্তানি আরো সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিদ্যমান নীতিমালাসমূহের আশু সংষ্কারের বিষয়ের উপর তিনি জোরারোপ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা চেম্বারের প্রকাশিত জার্নালটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিমন্ডলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

এনবিআরের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, ঢাকা চেম্বার কর্তৃক প্রকাশিত ট্যাক্স গাইডটি দেশের সকল স্তরের করদাতাদের অনলাইন কর প্রদান প্রক্রিয়াকে আরো সহজতর করবে। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ২০ লক্ষ করদাতা অনলাইন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে করা প্রদান করেছে এবং ৫০ লক্ষ মানুষ চলতি বছরে এ ব্যবস্থায় কর প্রদান করবে বলে এনবিআর প্রত্যাশা করছে। তিনি আশা প্রকাশ করেন, অনলাইন ভিত্তিক কর প্রদান ব্যবস্থা জনগনের মাঝে স্বস্তি আনায়নের পাশাপাশি হয়রানি দূর করবে, সেই সাথে দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।

এ সময় ঢাকা চেম্বারের সহ-সভাপতি মো. সালিম সোলায়মান সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

দাম বাড়ল এলপিজির, ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডার ১২৫৩ টাকা

ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা

সিন্ডিকেটমুক্ত জনশক্তি রপ্তানি খাত গঠনে নেতৃবৃন্দের অঙ্গীকার

বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে আগামী বায়রা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি ও বায়রার সাবেক

শুরু হলো ‘অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪’

কৃষি ও কৃষি সম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সবচেয়ে বড়ো প্লাটফর্ম-এর নাম ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড’। এবারের

হস্তশিল্প শিল্পকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ

শত কোটি টাকার দেশীয় বাজার ও বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজার থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি পরিকল্পনা, গবেষণা,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল এলপিজির, ডিসেম্বরে ১২ কেজি সিলিন্ডার ১২৫৩ টাকা

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

ডিসিসিআই জার্নাল এবং ট্যাক্স গাইড-এর মোড়ক উন্মোচন

সরকার নয়, সেনাবাহিনীই পারে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে

সাদিক কায়েমের মামলা আইনি প্রক্রিয়ার অপব্যবহার: ছাত্রদল

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত

সিন্ডিকেটমুক্ত জনশক্তি রপ্তানি খাত গঠনে নেতৃবৃন্দের অঙ্গীকার

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

সময়মতো মসৃণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ইইউ

খালেদা জিয়ার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত

শুরু হলো ‘অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪’

চট্টগ্রামে বসতঘরে মিলল যুবকের মরদেহ

জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন নিয়ে যা জানালো ইসি

পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা

এভারকেয়ারকে মিলনস্থল না বানিয়ে নীরবে দোয়ার অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকের

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু