ঈদের আগে উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে আসন্ন ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও অনেকেই গত কয়েক মাসের বেতন পাননি। তাছাড়া তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া হয় না। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। সরকার দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া নড়াইলের বলরাটোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার বলেন, আমি গত এপ্রিল মাসের বেতন পাইনি। অনেক শিক্ষক আছেন যারা গত দু-তিন মাস বেতন পান না। আমাদের বেতন বকেয়া রাখা যাবে না, ঠিকমতো প্রতি মাসে বেতন দিতে হবে। আমাদের দাবি তো যৌক্তিক। যৌক্তিক দাবিতেই আমরা আন্দোলন করছি। দাবি না মানলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন।
আমার বার্তা/এল/এমই