ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ৭৩ জন, অনুপস্থিত প্রায় ১৯ হাজার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৮:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সারাদেশে ৭৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এদিন ৯টি বোর্ডের অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৯১৪ জন, যা ইংরেজি প্রথমপত্র পরীক্ষার চেয়েও বেশি।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৬০০টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১০ লাখ ১১ হাজার ১৫ জন পরীক্ষার্থীর। তবে অংশ নেন ৯ লাখ ৯২ হাজার ১০১ জন। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৯১৪ জন।
অনুপস্থিতি বেশি ঢাকায়, বহিষ্কারে শীর্ষে কুমিল্লা
ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি ১৪ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে। বহিষ্কারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন ১৩ জন। এছাড়া ঢাকায় ১১ জন, রাজশাহীতে চারজন, যশোরে পাঁচজন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে দুজন, বরিশালে ৯ জন, দিনাজপুরে পাঁচজন।
বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৮৪ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৫৯১ জন, কুমিল্লায় ২ হাজার ১১৫ জন, যশোরে ২ হাজার ৬২৩ জন, চট্টগ্রামে ১ হাজার ৬৪৩ জন, সিলেটে ৯৬৫ জন, বরিশালে ১ হাজার ৩৬২ জন, দিনাজপুরে ১ হাজার ৭৯৫ জন, ময়মনসিংহে ১ হাজার ৩৩৬ জন।
এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন দেশের ৪৫৯টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭০০ জন। অনুপস্থিতির হার ৫ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে কারিগরি বোর্ডে অধীনে এইচএসসিতে (বিএম/বিএমটি) বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন্স বিষয়ের পরীক্ষা হয়। দেশের ৭৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩১ জন। অনুপস্থিতির হার ২ শতাংশ।
আমার বার্তা/এমই