শিক্ষক-ম্যানেজিং কমিটির সরাসরি আবেদন বন্ধে কড়া নির্দেশনা

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের উদ্দেশে কড়া নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

তাদের কেউই সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না- এমন পুরনো নির্দেশনার পুনঃজোরালো বাস্তবায়ন চেয়েছে মাউশি। 

সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করতে নতুন করে স্মারক প্রকাশ করা হয়েছে। 

অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা ওই স্মারকে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনও কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা বা ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশনা আগে থেকেই জারি ছিল। ২০১১ সালের ৩০ জুনের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক (যার নম্বর শিম/শা:১১/৩-৭/২০১১/২৯৯) অনুযায়ী এ নির্দেশনা প্রচলিত আছে।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, অনেক শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সদস্য সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করছেন। এতে প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে এবং বিধিভঙ্গ হচ্ছে। এমন পরিস্থিতিতে আগের নির্দেশনাকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন কেউই আর সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না। বরং, সব আবেদন যথাযথ পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পাঠাতে হবে। এ নির্দেশনা অমান্য করলে তা প্রশাসনিক শৃঙ্খলার ব্যত্যয় হিসেবে বিবেচিত হবে।

এ ব্যাপারে মাউশির কর্মকর্তারা জানান, শিক্ষক বদলি, পদোন্নতি, ছুটি, স্থায়ীকরণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ে সরাসরি আবেদন পাঠালে মূল প্রশাসনিক চেইন অবজ্ঞার শিকার হয়। এতে দাপ্তরিক শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং সঠিক মূল্যায়ন প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। তাই সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতেই নির্দেশনাটি ফের সামনে আনা হয়েছে।


আমার বার্তা/এমই