শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা ২০২৪ আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি কলেজ মিলে মোট ২৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের মোট ২ লাখ ৬১ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩২৬ জন পুরুষ এবং ১ লাখ ১১ হাজার ২৫২ জন নারী।
এতে আরও বলা হয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে। পরীক্ষার আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।
আমার বার্তা/এমই