খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস মাদ্রাসা বোর্ডের ৪৫ শিক্ষার্থী

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। 

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবেদন করেছে ৯ হাজার ৭৮১ শিক্ষার্থী, মোট আবেদন ৩১ হাজার ৮২৮টি। এর মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। ফেল থেকে পাস করেছে ৪৫ জন এবং ফেল থেকে ফেল ১৮ জন।

জানা গেছে, আলিম পরীক্ষা-২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য সকল আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ