ই-পেপার মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ কারণে তাঁদের শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘন। এর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। সরকার ইতিমধ্যে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে।”

তিনি বলেন, “বার্ষিক পরীক্ষায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে—কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না—এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা।”

শিক্ষক-নেতৃবৃন্দের নবম গ্রেডে উন্নীত হওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি অন্যায় ও অযৌক্তিক। “চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁরা জানতেন তাঁদের পদ দশম গ্রেডে। সেখান থেকে নবম গ্রেড চাওয়া চাকরির শর্তের সঙ্গে যায় না। এটি অন্যায্য দাবি।”

তিনি আরও বলেন, নবম গ্রেড হলো বিসিএস অ্যাডমিন ক্যাডারের প্রবেশধারার গ্রেড। তাই এটি শুধু শিক্ষকদের সঙ্গে সমাধানের বিষয় নয়, বরং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়। “এই গ্রেডে যে কেউ চাইলেই যেতে পারে না,” মন্তব্য করেন তিনি।

ড. আবরার অভিযোগ করেন, আন্দোলনকারীরা শিক্ষার্থীদের পরীক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা শিক্ষক হিসেবে চরম অনৈতিক আচরণ। “দিন দুয়েক আগে তারা দাবি তুলেছেন—যখন বার্ষিক বা টেস্ট পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করা গুরুতর অনৈতিকতা।”

তিনি বলেন, “আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি। আগামীকাল থেকেই পরীক্ষা নিতে হবে। অন্যথায় সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি অনিবার্য।”

শিক্ষা উপদেষ্টা জানান, সরকার পরীক্ষার বিষয়ে কঠোর অবস্থানে আছে। “পরীক্ষায় কোনো আপস হবে না। শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ কমাতে পরীক্ষা সময়মতো নেওয়া জরুরি।”

তিনি আরও জানান, বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে—ছাত্রছাত্রী ও অভিভাবকরা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী, তবে অল্প সংখ্যক শিক্ষক পরীক্ষা নিচ্ছেন না। “আমি বলব, শিক্ষকরা আগামীকাল থেকেই তাদের স্কুলে পরীক্ষা নেবেন। নাহলে তাঁরা শাস্তির সম্মুখীন হবেন,” যোগ করেন শিক্ষা উপদেষ্টা।

আমার বার্তা/জেএইচ

শিক্ষকদের আন্দোলনের ফলে দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতির প্রভাবে রাজবাড়ীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক

মঙ্গলবারও চলবে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মঙ্গলবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি।

স্কুল ভর্তির ডিজিটাল লটারি হবে ১১ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। মাধ্যমিক

শিক্ষকদের কর্মবিরতি: প্রাথমিক-মাধ্যমিক বার্ষিক পরীক্ষা স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি অংশ বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।  বিদ্যালয়গুলোতে সোমবার (১ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়মতো মসৃণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে ইইউ

খালেদা জিয়ার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্তর

শুরু হলো ‘অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪’

চট্টগ্রামে বসতঘরে মিলল যুবকের মরদেহ

জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন নিয়ে যা জানালো ইসি

পরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা

এভারকেয়ারকে মিলনস্থল না বানিয়ে নীরবে দোয়ার অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকের

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

নির্বাচনে বিএনপি পাবে ৩০% ভোট, জামায়াত ২৬%: মার্কিন সংস্থার জরিপ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মী গুরুতর আহত

কামরাঙ্গীরচরে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত

হস্তশিল্প শিল্পকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপের সুপারিশ

বন্ড ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার