মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মেধার মূল্যায়ন নিশ্চিত করাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। সেজন্যই নম্বর বাণিজ্য ও কৃত্রিম ফলের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, দেশপ্রেম শুধু ইতিহাসের গৌরবগাঁথা স্মরণ নয়, বরং সততা, দায়িত্বশীলতা, মানবিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সহানুভূতি ও ন্যায়বোধের চর্চাই প্রকৃত দেশপ্রেম। মন দিয়ে পড়াশোনা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাকেই দেশপ্রেমের জীবন্ত প্রকাশ।
তিনি বলেন, বাংলাদেশ বহুমাত্রিক পরিচয়ের দেশ-ভাষা, সংস্কৃতি, জাতিগোষ্ঠী ও ধর্মীয় বৈচিত্র্য আমাদের শক্তি, দুর্বলতা নয়। এই বৈচিত্র্যকে ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
আমার বার্তা/এমই
