এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটবেন বলিউড কিং শাহরুখ খান
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটবেন বলিউড কিং শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো রঙের পোশাকে মেট গালার মঞ্চে দেখা যাবে শাহরুখকে বলে মনে করা হচ্ছে। ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছেন। তবে তার ফাইনাল লুক কেবল রেড কার্পেটেই দেখা যাবে।
চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধু আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়।
২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।
১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন।
আমার বার্তা/এল/এমই