১৫ জুলাই সাগরকন্যা কুয়াকাটায় ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেস্টিভ্যাল

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:৪৪ | অনলাইন সংস্করণ

  মোকলেসুর রহমান মাহারুক:

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে কুয়াকাটায় আগামী ১৪ থেকে ১৬ জুলাই ৩ দিনব্যাপী পর্যটন উৎসব, পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগ্রহী পর্যটকগণ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।

ট্যুরিজম ফেস্টিভ্যাল এর অনুষ্ঠান সূচীতে ১৪ জুলাই বিকালে কুয়াকাটা গেস্ট হাউস এ কুয়াকাটার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, কবি হাসনাইন সাজ্জাদীর কবিতা পাঠ ও চা-চক্র।

১৫ জুলাই সকালে কুয়াকাটা বীচ ভ্রমন, শুটকি পল্লী, ঝাউবন, লাল কাঁকড়ার চর ভ্রমণ, বিকাল ৫টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা, জামিউর রহমান লেমন নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ জুলাই সকালে কুয়াকাটায় সুর্যোদয় অবলোকন, সকাল ১১টায় নৌযানে সুন্দরবন (ফাতরার বন) ভ্রমন, গঙ্গামতির জঙ্গল, রাখাইন পল্লী, বৌদ্ধ বিহার ভ্রমণ, সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সুর্যাস্ত অবলোকন।

কুয়াকাটা ট্যুরিজম ফেস্টিভ্যাল উপলক্ষে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

আগ্রহী পর্যটকগণ সহজ প্যাকেজে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবেন।

সহযোগিতায়:

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লায়ন শাহ নেওয়াজ (চেয়ারম্যান)

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইঞ্জিনিয়ার অর্ক হাসান (কো-চেয়ারম্যান)

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ (নির্বাহী চেয়ারম্যান)

সালাম মাহমুদ, মহাসচিব ও দৈনিক গণকণ্ঠ’র নির্বাহী সম্পাদক

যোগাযোগ:
হাফিজ রহমান সিনিয়র রিপোর্টার (দৈনিক আমার বার্তা)
অর্থ সম্পাদক, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন
মোবাইল: +88 01829993031

নিবন্ধন: অংশগ্রহণে আগ্রহী পর্যটকবৃন্দকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।



আমার বার্তা/জেএইচ