চিত্রনায়িকা আন্না'র হাত ধরে 'তুবা বেবি প্রোডাক্ট' উদ্বোধন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর মগবাজারে এট দ্য টেবিলে শারদীয় দুর্গাপূজা ও সরৎ আগমন উপলক্ষে আয়োজন করা হয়েছে কালার’স সেপ্টেম্বর উদ্যোক্তা মেলা। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি ৩০টি স্টলের মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘তুবা বেবি প্রোডাক্ট’।

আজ (প্রথম দিন) স্টলটির উদ্বোধন করেন চিত্রনায়িকা ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না। ‘তুবা বেবি প্রোডাক্ট’ মূলত একটি অনলাইনভিত্তিক শপ, যেখানে চায়না থেকে আমদানিকৃত শিশুদের নানা ধরনের পণ্য পাওয়া যায়। উদ্যোক্তা মেলায় এবারই প্রথম অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

নারী উদ্যোক্তা ও শপটির মালিক বৃষ্টি রহমান বলেন,
'শিশুদের স্কুল আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আমাদের স্টল সাজানো হয়েছে। সব পণ্যই চায়না থেকে আমদানিকৃত।'

স্টল উদ্বোধনকালে চিত্রনায়িকা আন্না বলেন, 'একজন নারী উদ্যোক্তা পর্দার মধ্য থেকেও ব্যবসা করতে পারেন বৃষ্টি রহমান তার বাস্তব উদাহরণ। বৃষ্টির ‘তুবা বেবি প্রোডাক্ট’ অনলাইন শপের জন্য শুভকামনা।