শামিম আরা তাঞ্জুমা এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে পেলেন অনন্য সম্মাননা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ | অনলাইন সংস্করণ
প্রতিবেদক

দেশের অন্যতম উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর শামিম আরা তাঞ্জুমা এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে পেলেন অনন্য সম্মাননা। 'Miss & Mrs. Elegance' আন্তর্জাতিক আয়োজনে তিনি সম্মানিত হয়েছেন তার কন্টেন্ট ক্রিয়েশন, সামাজিক প্রভাব এবং নারী উন্নয়নে ভূমিকার জন্য। বগুড়ায় বেড়ে ওঠা এই মেধাবী নারী পড়াশোনা করেছেন BUBT University-তে কম্পিউটার সায়েন্স বিষয়ে। পেশাগত জীবন শুরু করেন দেশীয় খ্যাতনামা কোম্পানি মিনিস্টার গ্রুপ-এ, যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে।
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কনটেন্ট লাখো মানুষকে অনুপ্রাণিত করছে প্রতিদিন। তিনি সম্মাননা পেলেন মিস & মিসেস এলিগেন্স আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে।
এই বিষয় তাঞ্জুমা বলেন- 'আমার জীবন বদলে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আমার স্বামীর। তিনি একজন পরিচিত কূটনীতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি আমাকে শিখিয়েছেন—জীবনে যত বিপদই আসুক, সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এবং হাসিমুখে এগিয়ে যেতে হয়। আজকের এই অর্জনের জন্য আমি আমার স্বামীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।" তার এই অর্জন প্রমাণ করে—পরিশ্রম, ধৈর্য ও পরিবারিক সহায়তা একজন নারীকে জীবনের যেকোনো স্তরে সফল করে তুলতে পারে।