স্বপ্নচেতা নারী মেঘনা আলমের আজ জন্মদিন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

আজ (২ অক্টোবর) মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেঘনা আলমের জন্মদিন। তিনি পরিবেশ আন্দোলনে সক্রিয় একজন কর্মী এবং সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী। তিনি একজন স্বপ্নচেতা ও সাহসী নারী হিসেবেও পরিচিত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ মুকুট অর্জনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। একই বছর প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিত ‘মিস আর্থ ২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি।

ফাউন্ডেশনের শুরু থেকেই মেঘনা আলম সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে মিস বাংলাদেশ ফাউন্ডেশন ইতোমধ্যেই বেশ কয়েকটি সফল অনুষ্ঠান আয়োজন করেছে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

নিজের জন্মদিনে মেঘনা আলম বলেন, “এই দিনটি আমার কাছে শুধু আনন্দের নয়, বরং নতুন অনুপ্রেরণারও। দেশের জন্য ইতিবাচক কিছু করার প্রত্যয় নিয়েই আমি সামনে এগোতে চাই।”

ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন মেঘনা আলম।


আমার বার্তা/এমই