ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর; ভক্তদের অভিনন্দনে মুখর সামাজিক মাধ্যম

সোনমের বেবিবাম্প মুহূর্ত

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বলিউড তারকা সোনম কাপুর আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়-লং কোট আর স্কার্ট পরা সোনমের স্বভাবসুলভ সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে ফুটে ওঠা বেবিবাম্পের কারণে। মুখজুড়ে মায়ায় ভরা হাসি যেন জানান দিচ্ছিল নতুন জীবনের স্পর্শ তাঁর জীবনে কতটা উচ্ছ্বাস এনে দিয়েছে।

ছবির ক্যাপশনে সোনম লিখেছেন মাত্র একটি শব্দ- “মা”। আর এতেই ভক্তদের মাঝে শুরু হয় শুভেচ্ছার স্রোত। পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে স্বামী আনন্দ আহুজাও খানিক মজার মন্তব্য রেখে লেখেন- “ডাবল ট্রাবল”, যা দেখে নেটিজেনদের অনেকে বুঝে নিয়েছেন, এবার যেন পরিবারে দ্বিগুণ আনন্দের বার্তা প্রত্যাশা করছেন তাঁরা।

সামাজিক মাধ্যমে বহু মানুষ মন্তব্য করেছেন সোনমের সৌন্দর্য দেখে তাঁদের মনে পড়েছে প্রিন্সেস ডায়ানার কথা। অনেকেই লিখেছেন-মাতৃত্বের আলো সোনমকে আরও পরিপূর্ণ ও রাজকীয় করে তুলেছে।

বলিউডে সোনম কাপুরের যাত্রা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন রণবীর কাপুর। এরপর ‘নীরজা’, ‘রাঞ্জণা’র মতো বিভিন্ন ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া থ্রিলার চলচ্চিত্র ‘ব্লাইন্ড’-এ দেখা গেছে তাঁকে।

ব্যক্তিগত জীবনে সোনম বরাবরই পরিবারকেই প্রাধান্য দিয়ে এসেছেন। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২২ সালে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন এই তারকা দম্পতি।

গত বছরের অক্টোবরে নবরাত্রির এক অনুষ্ঠানে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে জানান সোনম। এরপর থেকেই ঘনিষ্ঠ মহলে শুরু হয়েছে নতুন অতিথিকে সাদর অভ্যর্থনার প্রস্তুতি। আর নতুন প্রকাশিত ছবিগুলো যেন সেই আনন্দঘন সময়েরই পূর্বাভাস বহন করছে।

সোনম কাপুরের এই নতুন অধ্যায়কে ঘিরে তাঁর ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী-সবাই অপেক্ষায় আছেন নতুন প্রাণের আগমনের সুখবর শুনতে।