‘থার্সডে নাইট’: বন্ধুতা, রহস্য আর তদন্তের টানটান উত্তেজনা এখন চরকিতে
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৩:০০ | অনলাইন সংস্করণ
মোঃ আবু সাঈদ

সপ্তাহের শেষভাগের ক্লান্তি কাটাতে অনেকেই বৃহস্পতিবার রাতকে বেছে নেন একটু আড্ডা-ফুর্তির জন্য। ঠিক এমনই এক সন্ধ্যায় কয়েক বন্ধুর নিরুদ্বেগ জমায়েত পরিণত হয় অদ্ভুত এক ঘটনার সূত্রপাত হিসেবে-আর সেই রহস্যময় অভিজ্ঞতাই রূপ নিয়েছে চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’-এ।
কনটেন্টটি প্রকাশ পাচ্ছে ২৬ নভেম্বর রাত ১২টার পর (২৭ নভেম্বর)।
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ
ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার এই কাজটি নির্মাণ করেছেন পরিচালক জাহিদ প্রীতম। তিনি জানান, দেশের এক বাস্তব অপরাধঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গল্পটি নির্মাণ করেছেন। একই ঘটনার ভিন্ন ভিন্ন চোখে দেখা-এই ধারণা থেকেই তিনি ব্যবহার করেছেন ‘রশোমন ইফেক্ট’। তার ভাষায়, “দর্শকরাই এখানে শেষ সিদ্ধান্ত দেবেন। আমরা কেবল দেখানোর চেষ্টা করেছি-একটি ঘটনা কতভাবে ব্যাখ্যা হতে পারে।”
গল্পে স্মৃতি হারানো আর পুলিশের খুঁজে ফেরা সময়
প্রকাশিত ট্রেলারে দেখা গেছে-বন্ধুদের পার্টি, একটি নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলা এবং সেই সময়কে নতুন করে খুঁজে বের করার পুলিশের প্রচেষ্টা। গল্পের কেন্দ্র চরিত্র তানজিয়া জামান মিথিলা, আর তাকে ঘিরে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার সূত্রই তদন্তকে এগিয়ে নেয়। পুলিশের ভূমিকায় আছেন সামিরা খান মাহি। আরও অভিনয় করেছেন-সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল সহ অনেকে।
শিল্পীদের অভিজ্ঞতা
সামিরা খান মাহি জানান, মিথিলার প্রতি সম্মান ও বন্ধুত্ব থেকেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। অন্যদিকে রেহান বলেন, “জাহিদ প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা অনেকদিনের তার ভাবনা-ধারণার প্রতি বিশ্বাস থেকেই কাজটি করেছি।”
অভিনেতা সৌম্য জ্যোতি মনে করেন, এই ফ্ল্যাশ ফিকশন তার প্রতি দর্শকের আগের প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, “উৎসব সিনেমার পর যে বিশ্বাস তৈরি হয়েছে, এই কাজেও সেটা বজায় থাকবে।”
নির্মাণ ভাবনা ও ঘরানা
রোমান্টিক কনটেন্ট নির্মাণে পরিচিত জাহিদ প্রীতম জানান, বাজারে থ্রিলারের ভিড় থাকলেও রহস্য-জঁনার প্রতি তার ব্যক্তিগত টান বরাবরের। তাই পর্যাপ্ত গবেষণা করে তিনি আত্মবিশ্বাস পেয়েছেন ‘থার্সডে নাইট’ তৈরিতে। চরকির সঙ্গে কাজ করাকে তিনি দেখেন ভিন্নধর্মী গল্প বলার সুযোগ হিসেবে।
ফ্ল্যাশ ফিকশনের বৈশিষ্ট্য
চরকি ও আলফা-আই এর যৌথ প্রযোজনার এই কনটেন্টটি ‘চরকি অরিজিনাল’ নয় বলে নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। ফ্ল্যাশ ফিকশন সাধারণত জীবনের ছোট অথচ প্রভাবশালী মুহূর্তগুলোকে সিনেম্যাটিক ভাষায় তুলে ধরে। পরিধিতে সংক্ষিপ্ত হলেও এর প্রভাব দর্শকের মনে দীর্ঘস্থায়ী হয়।
