বিশ্বের স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় শাহরুখ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

উপমহাদেশ তো বটেই, অন্যান্য মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশসম। পর্দায় তার রোমান্স ও অ্যাকশন দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। কম যান পোশাক প্রসাধানিতে। এই বছরের ৬৭ জন স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় উঠে এসেছে তার নাম।

শাহরুখের পাশাপাশি এই তালিকায় নাম রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের নাম।

এই তালিকাটি বিশ্বজুড়ে তাদের সম্মান জানায় যারা ফ্যাশন, চেহারা এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে দ্য ম্যাজিক অফ মেট গালায় উপস্থিতি হয়েছিলেন। তিন দশকের অভিনয় জীবনে এবারই প্রথম মেট গালায় পা রাখেন শাহরুখ। ১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরার সমন্বয়ে তৈরি পোশাক দিয়ে বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্টে রাজকীয় উপস্থিতিতে নজর কাড়েন। মেট গালায় শাহরুখ খানের ভিন্ন রূপ বিশ্বজুড়েও প্রশংসিত হয়েছিল।

শাহরুখ খানকে সামনে দেখা যাবে ‘কিং’ ছবিতে। এ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে।

শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের। 


আমার বার্তা/এমই