নতুন বছরেই মুক্তি পেতে যাচ্ছে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সদ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’। সিনেমাটির মুক্তির তারিখ তিনবার পেছানো হয়েছে। অবশেষে চূড়ান্ত করা হয়েছে একাত্তরের যুদ্ধভিত্তিক সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ।
সর্বশেষ ‘ইক্কিস’ প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর। কিন্তু তৃতীয়বারের মতো সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়। সিনেমাটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ তথ্য জানিয়েছেন ধর্মেন্দ্রর বন্ধু, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
এ প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, ২৫ ডিসেম্বর ‘ইক্কিস’র মুক্তির কথা থাকলেও সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি।
কারণ হিসেবে এ মেগাস্টার জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকজন জ্যোতিষী জানিয়েছেন সিনেমাটি মুক্তির শুভ তারিখ পহেলা জানুয়ারি। তাই ওইদিনই ভারতজুড়ে মুক্তি পাবে এ সিনেমা।
শ্রীরাম রাঘবন পরিচালিত নতুন সিনেমাটি একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ভারতীয় সেনাকর্মকর্তা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপাল।
বাংলাদেশের পক্ষে একাত্তরের ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধে অরুণ ক্ষেত্রপাল অসীম সাহসিকতার পরিচয় দেন। শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজের ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যুদ্ধ চালিয়ে যান। মাত্র ২১ বছর বয়সে শহীদ হন।
সিনেমায় অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আর অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।
আমার বার্তা/এল/এমই
