হাসপাতালে ভর্তি রয়েছেন আরমান মালিক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক হাসপাতালে ভর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শারীরিক অসুস্থতার কথা জানান এ গায়ক। এরপরই উদ্বিগ্ন তার ভক্তরা।
রোববার (১৮ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি আপলোড করেন আরমান। ছবিতে দেখা যায়, হাসপাতালের রোগীর পোশাক পরে রয়েছেন। বাঁ হাতে ক্যানোলা করা হয়েছে তার।
ক্যাপশনে আরমান লেখেন, গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেয়ার সময়।
ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান লিখেছেন, এ বছর যাদের যত্ন নেয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।
গায়কের এমন পোস্টে নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আরমান মালিক। চিকিৎসকের পরামর্শে এ মুহূর্তে পূর্ণ বিশ্রামে রয়েছেন ভারতীয় এ গায়ক।
প্রসঙ্গত, ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ধিতাং ধিতা ‘, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’ ইত্যাদি।
আমার বার্তা/এল/এমই
