রুনা খানের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তার অভিনীত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-এর জন্য তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম-এর আয়োজনে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি তিন তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, কিংবদন্তি যাদুশিল্পী জুয়েল এইচ এবং কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান রুনা খানের হাতে এই সম্মাননা তুলে দেন।

ছোট পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্ম—সবখানেই ধারাবাহিকভাবে নিজের অবস্থান দৃঢ় করেছেন রুনা খান। এই পুরস্কার তার সাম্প্রতিক কাজ ও অভিনয় দক্ষতার প্রতি দেওয়া একটি মর্যাদাময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


আমার বার্তা জেএইচ