শিহাব শাহীনের সিরিজে প্রীতম-মেহজাবীন জুটি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রোমান্টিক সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত নির্মাতা শিহাব শাহীন। এবার নতুন জনরার সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই নির্মাতা। অ্যাকশান থ্রিলার ‘ক্যাকটাস’ (নাম পরিবর্তন হতে পারে) সিরিজ দিয়ে নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন শাহীন।
নির্মাতার আসন্ন সিরিজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, এক সাধারণ তরুণের স্পাই হয়ে ওঠার গল্পকে পর্দায় তুলে আনবেন।
দীর্ঘদিন ধরে স্পাই ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা শিহাব শাহীনের। ‘ক্যাকটাস’ নিয়ে তিনি বলেন, “আমরা তো ‘জেমস বন্ড’ বানাতে পারব না, আবার এটি ‘মাসুদ রানা’ও না। আমাদের মতো করে স্পাই ইউনিভার্স তৈরি করছি। এ ধরনের কাজ বাংলাদেশে খুব বেশি হয়নি।”
মানসিব নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে সিরিজের গল্প এগোবে। মানসিব চরিত্রে অভিনয় করছেন প্রীতম হাসান। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় অভিনয় করেন প্রীতম। তাঁদের দুইজনের জুটি বেশ ভালোভাবে গ্রহণ করেছে সিনেমাপ্রেমিরা।
নির্মাতার ভাষায়, ‘প্রীতমের সঙ্গে আমার কাছে অভিজ্ঞতা আছে। আমরা পর্দায় ফারহানকে দেখেছি। তাঁকে এবার ভিন্নভাবে দেখা যাবে।’এদিকে মেহজাবীনকে এই সিরিজে নেওয়ার কারণ খোলসা করে তিনি বলেন, ‘ওর অভিনয় প্রতিভার জন্য নিয়েছি। আমার দেখা দেশের সেরা অভিনয়শিল্পীদের একজন ও।’
মেহজাবীন চৌধুরী-প্রীতম ছাড়াও আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু প্রমুখ।
আমার বার্তা/জেএইচ
