প্লাজমা লিকেজ ডেঙ্গু রোগীর বড় ঝুঁকি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।
চিকিৎসকরা বলছেন, মানবদেহের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য বিভিন্ন ভিটামিন অপরিহার্য। বিশেষ করে ভিটামিন ‘ডি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর সবচেয়ে ভয়ংকর দিক প্লাজমা লিকেজ বা শরীর থেকে প্লাজমা বেরিয়ে যাওয়া। শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে এ ঝুঁকি আরও বাড়ে এবং দেখা দেয় শক সিনড্রোম।
শুধু তাই নয়, এ ঘাটতি লিভার, কিডনি ও মস্তিষ্কে জটিলতা সৃষ্টি করে। পাশাপাশি তীব্র জয়েন্ট পেইন বা হাড়ের ব্যথার আশঙ্কাও বেড়ে যায়।
আমার বার্তা/এল/এমই