জাতীয় স্বাস্থ্য গবেষণায় নেতৃত্ব দিতে চায় বিএমইউ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের স্বাস্থ্য গবেষণাকে আরও পরিকল্পিত ও প্রভাবশালী করতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বিএমইউতে অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা মত দেন– সমন্বিত উদ্যোগ, প্রমাণভিত্তিক চিকিৎসা ও অগ্রাধিকার ভিত্তিক গবেষণাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্বাস্থ্যখাতে বাস্তব পরিবর্তনের চাবিকাঠি।

বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন তিনি নিজে এবং সঞ্চালনা করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

কর্মশালায় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম. মোস্তফা জামানসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, নিপোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞরা বলেন, জাতীয় পর্যায়ের গবেষণায় অগ্রাধিকার নির্ধারণের জন্য ডেলফি মেথডোলজি অনুসরণ করা যেতে পারে। তারা জোর দেন এভিডেন্স বেইসড মেডিসিন চর্চা, মা ও শিশু স্বাস্থ্য, বয়স্কদের স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস ও হাইপারটেনশনসহ অসংক্রামক রোগ প্রতিরোধ, পুনর্বাসন, স্বাস্থ্যশিক্ষা ও সেবা ব্যবস্থার উন্নয়নকে গবেষণার মূল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনায় রাখার ওপর।

বক্তারা মত দেন, বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউকে স্বাস্থ্য গবেষণায় পথপ্রদর্শকের ভূমিকা নিতে হবে এবং সংশ্লিষ্ট সব বিশেষজ্ঞকে সম্পৃক্ত করে ছোট ছোট গ্রুপে পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করা জরুরি। তাদের আশা, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যখাতের গবেষণার মান ও দিকনির্দেশনা উভয়ই শক্তিশালী করবে এবং জাতীয় পর্যায়ে প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, সমন্বিত পরিকল্পনা ও গবেষণার অগ্রাধিকার স্পষ্ট হলে দেশের স্বাস্থ্যখাত শুধু সমৃদ্ধই হবে না, বরং গবেষণাকেন্দ্রিক নীতিনির্ধারণও আরও কার্যকর হবে।


আমার বার্তা/এমই