স্পেনে গির্জায় হামলায় তত্ত্বাবধায়ক নিহত, যাজকসহ আহত ৪

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলগিসিরাস শহরে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুটি গির্জায় হামলা চালায়৷ এতে একটি গির্জার তত্ত্বাবধায়ক নিহত হন৷ অন্য গির্জার যাজক আহত হয়েছেন৷ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

এটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে৷

হামলায় আরও তিনজন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম৷ যাজকের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আলগিসিরাস শহর কর্তৃপক্ষ৷ হামলাকারীর নাম ডিয়েগো ভ্যালেন্সিয়া ও যাজকের নাম আন্তোনিও রদ্রিগেস বলেও জানিয়েছে তারা৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর সান ইসিদ্রো গির্জায় এক ব্যক্তি চাপাতি নিয়ে ঢুকে যাজকের উপর হামলা চালায়৷ এর কিছুক্ষণ পর ৩০০ মিটার দূরের নুয়েস্ত্রা সেনোরা দে লা পালমা গির্জায় হামলা শুরু করে ঐ ব্যক্তি৷ গির্জার তত্ত্বাবধায়ককে আঘাত করতে গেলে তত্ত্বাবধায়ক দৌড়ে গির্জার বাইরে চলে যেতে সক্ষম হয়েছিলেন৷ কিন্তু হামলাকারী বাইরে গিয়ে তাকে ধরে ফেলে আঘাত করলে তার মৃত্যু হয়৷

স্পেনের এপিস্কোপাল কনফারেন্সের মহাসচিব ফ্রান্সিসকো গার্সিয়া বলেছেন, তিনি ‘অত্যন্ত বেদনার সাথে' খবরটি পেয়েছেন৷ সূত্র: ডয়চে ভেলে

এবি/ জিয়া