পেরুতে খাদে পড়ে ২৪ বাসযাত্রী নিহত

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:০০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

পেরুতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। রয়টার্স।

পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এ ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, পেরুতে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকে।

এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনায় ২৯ জন প্রাণ হারিয়েছিল।

এবি/ জিয়া