পেহেলগামে হামলার দায় অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলো টিআরএফ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘পূর্বনির্ধারিত’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, এটি একটি ‘অসৎ প্রচারণা’, যার উদ্দেশ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করা।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হামলার দায় স্বীকার করে টিআরএফ-এর নাম ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছিল। তবে তারা দাবি করেছে, সেটি তাদের নিয়ন্ত্রিত নয়, বরং ‘রাষ্ট্র-সমর্থিত সাইবার আক্রমণের’ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাদের অভ্যন্তরীণ তদন্তে এমন আক্রমণের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছে সংগঠনটি।
টিআরএফ-এর অভিযোগ, ভারতীয় সাইবার গোয়েন্দারা এমন মিথ্যা প্রচারণা চালিয়ে কাশ্মীরের রাজনৈতিক বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে চায়। সংগঠনটির মতে, এমন কৌশল নতুন নয়। অতীতেও ভারতের পক্ষ থেকে কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।
২০১৯ সালে আত্মপ্রকাশকারী টিআরএফ নিজেকে কাশ্মীরের ‘স্বাধীনতা আন্দোলনের অংশ’ হিসেবে দাবি করে আসছে। সংগঠনটি সাধারণত টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বক্তব্য প্রচার করে। যদিও অনেক বিশ্লেষক সংগঠনটির পেছনে পাকিস্তানের লস্কর-ই-তইয়েবার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন, তবে টিআরএফ নিজেদের পরিচয়ে ধর্মীয় ভাষা পরিহার করে ‘প্রতিরোধ’-ভিত্তিক ভাষা ব্যবহার করে।
টিআরএফ কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতায় লিপ্ত। তারা মাঝেমধ্যেই ছোট আকারের হামলা ও টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করে থাকে। তবে সংগঠনটির দাবি, তাদের চূড়ান্ত লক্ষ্য কাশ্মীরকে ভারতের অধীন থেকে মুক্ত করা। ২০২৩ সালে ভারত সরকার টিআরএফ-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে।
আমার বার্তা/জেএইচ