চাইল্ড মেসেজ ফিলিস্তিনি শিশু সাংবাদিক জয় করলেন ভালোবাসা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ফিলিস্তিনের চলমান খাদ্য সংকট নিয়ে রোববার (২৭ এপ্রিল) প্রথম আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক চাইল্ড মেসেজ একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। যেটায় অংশ নিয়েছিলেন দেশটির ১৩ বছর বয়সী দিলারা হামাদ।

প্রতিবেদনটি ইউটিউব ও ফেসবুকে প্রচারের পর বেশ প্রশংসা পেয়েছেন এই শিশু সাংবাদিক।

চাইল্ড মেসেজ অফিসিয়ালি জানায়, আন্তর্জাতিক বার্তা সংস্থা আল-জাজিরা আরবী বিভাগের সাংবাদিকদের দিয়ে গাজার চারজন শিশু সাংবাদিককে প্রশিক্ষণ করানো হচ্ছে। যারা প্রতিদিন আপডেট খবর জানাবেন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিন থেকে সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করবেন।

চাইল্ড মেসেজ আরও জানায়, প্রতিটি যুদ্ধ ক্ষতিগ্রস্ত দেশ থেকেই নিয়মিত খবরসহ সরাসরি সম্প্রচার করবেন তারা।

প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান জানান, দিলারা হামাদকে মানুষ এতোটা ভালোবাসায় আমরা আনন্দিত। আমরা সত্য প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ, যেটা আমাদের অনুপ্রেরণা।

বিশ্বব্যাপী একই স্ক্রিনে সকল দেশের শিশুরা কাজ করবে বলেও তিনি জানান।

এদিকে, ২৭ এপ্রিল গাজায় ইজরায়েলের গুলিতে নিহত হয়েছে প্রথম আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক চাইল্ড মেসেজের প্রথম শিশু সাংবাদিক ‘মোহাম্মদ’।


আমার বার্তা/জেএইচ