পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির প্রত্যাখ্যান

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১০:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া ৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।

বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার কিয়েভে এক গোপন সংবাদ সম্মেলনে (যার বক্তব্য শনিবার প্রকাশিত হয়) জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে 'নাটক' বলে বর্ণনা করেন।

পুতিন এই তিনদিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে।

জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র তিনদিন যুদ্ধ বন্ধ করে কোনো বাস্তব আলোচনা সম্ভব নয়।

তিনি বিদেশি নেতাদের মস্কো না যাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ৯ মে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে বিশ্বনেতাদের অনুরোধ করেন।

জেলেনস্কি বলেন, রাশিয়ায় কী হচ্ছে, তার জন্য আমরা কোনো দায়িত্ব নিতে পারি না। সেখানে আপনারা যদি যান, নিরাপত্তার দায়িত্ব তাদের, আমাদের নয়। তাই আমরা কোনো সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না।

জেলেনস্কির এই মন্তব্যকে রাশিয়ার কর্মকর্তারা হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্যকে বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো হয়েছে বলে অভিযুক্ত করেছেন।

এছাড়া সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে এ ধরণের উসকানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।


আমার বার্তা/জেএইচ