ইউক্রেন একরাতেই ৪৫ ক্ষেপণাস্ত্র এবং ২৬৬ ড্রোন ভূপাতিত করেছে

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

একরাতেই ৪৫টি রুশ ক্ষেপণাস্ত্র এবং ২৬৬টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। স্থানীয় সময় রোববার (২৫ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে টানা দুদিন ধরে রাতভর বড় ধরনের হামলা চালাচ্ছে মস্কো। এসব হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। খবর এএফপির।

টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির বেশিরভাগ অঞ্চল শত্রুপক্ষের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২টি এলাকায় শত্রুপক্ষের বিমান হামলা রেকর্ড করা হয়েছে এবং ১৫টি স্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ইউএভি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে আরও কয়েকশ বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে সহযোগিতার বিরল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে এই উদ্যোগ। তবে শনিবার (২৪ মে) এই বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুই দেশই ৩০৭ জন করে সেনাসদস্যকে মুক্ত করেছে। এর আগের দিন ৩৯০ জন বন্দি (সেনা ও বেসামরিক নাগরিক) মুক্তি পেয়েছিল। পুরো সপ্তাহান্তজুড়ে চলতে থাকা এই বন্দি বিনিময় বর্তমান যুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় অদল-বদলের রূপ নিচ্ছে।

এর আগে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৫ মে) সকালে এসব হামলা চালানো হয়। এখন পর্যন্ত এসব হামলায় তিনজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজন মারা গেছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, দক্ষিণের মাইকোলাইভ এবং পশ্চিমে টেরনোপিলসহ একাধিক আঞ্চলিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছেন। হামলার কারণে শহরের কেন্দ্রস্থলের বাইরের হলোসিভস্কি জেলায় একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে যায়। এতে ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


আমার বার্তা/এল/এমই