আণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নের অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ছিন্ন করার আইনের অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সংস্থাটির সঙ্গে সম্পর্ক শেষ করায় ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিশ্ব এখন ধোঁয়াশার মধ্যে থাকবে।
দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষেই ইরান জানায়, তারা আন্তর্জাতিক আণবিক সংস্থাকে আর কোনো সহযোগিতা করবে না। এরপর দেশটির সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়। যা আজ বুধবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের দাবি, তাদের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে দখলদার ইসরায়েলকে সহযোগিতা করেছে আইএইএ। তবে সংস্থাটি এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের আণবিক শক্তি সংস্থা, জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দিয়েছেন।
আইএইএ থেকে বের হয়ে যাওয়ায় এখন এ সংস্থার নজরদারিতে থেকে ইরানকে আর পারমাণবিক কার্যক্রম চালাতে হবে না। ইরান অবশ্য অস্ত্রবিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ। এটির স্বাক্ষরকারী হিসেবে তাদের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে দিতে হবে।
আইএইএ-এর একজন মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এখন ইরান থেকে আরও আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করবেন তারা।
আমার বার্তা/এমই