ইসরাইলের সঙ্গে সংঘাতের পর ইরানে ঢুকল আন্তর্জাতিক বিমান
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইসরাইলের সঙ্গে সংঘাতের কারণে ফ্লাইট স্থগিতের ২০ দিন পর ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতে কারণে ফ্লাইট স্থগিতের পর শুক্রবার (৪ জুলাই) অন্তত ২০ দিন পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই-এর এফজেড১৯৩০ এর একটি বিমান ইরানের বৃহত্তম বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে ইরানের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসল বলে মনে করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের মাধ্যমে দেশটির বিমান চলাচল খাতে স্থিতিশীলতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়েছে। যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে বলেও আইআরএনএ জানিয়েছে।
গত ১৩ জন ইসরাইলি বিমান হামলা এবং ইরানের আকাশসীমাজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইস্পাহান এবং তাবরিজ শহর ছাড়া ইরানের বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। এছাড়া দেশটির আকাশসীমা আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্যও উন্মুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই