জাপানের দক্ষিণাঞ্চলীয় তোকারা দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্প

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাপানের দক্ষিণাঞ্চলীয় তোকারা দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও সম্ভাব্য ঘরবাড়ি বিধ্বস্ত ও ভূমিধসের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

জাপান আবহাওয়া বিভাগের বরাতে খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে জাপানে অসংখ্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৫ জুলাই) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বীপগুলোতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
 
জাপান আবহাওয়া বিভাগে মতে, ‘তোকারা দ্বীপপুঞ্জের প্রায় ১৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে, যদিও কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। সংস্থাটি সম্ভাব্য বাড়িঘর ধসে পড়ার এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে। আগামী কয়েকদিনে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
জাপানের অঞ্চলে গত দুই সপ্তাহে অন্তত ৯০০টি ভূমিকম্প হয়েছে। এতে দ্বীপপুঞ্জটির বাসিন্দারা সারারাত জেগে উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সাগর ভূকম্পজনিত কারণে ‘খুব সক্রিয়’ হয়ে আছে।

 

আমার বার্তা/এল/এমই