ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ জুলাই) তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে রাশিয়ার তীব্র হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে, প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক অস্ত্র।
এর আগে কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার ওয়াশিংটনের সিদ্ধান্তের ফলে ইউক্রেন সতর্ক করে দেয় যে, এতে তারা রাশিয়ার বিমান হামলা এবং যুদ্ধক্ষেত্রের অগ্রগতি প্রতিরোধ করতে পারবে না। একই সাথে এ সিদ্ধান্ত নেয়ায় ডেমোক্র্যাট এবং ট্রাম্পের কয়েকজন রিপাবলিকান সহকর্মী তীব্র সমালোচনা করেছেন।
হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক নৈশভোজের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের এটা পাঠাতে হবে। যাতে তারা রাশিয়ার আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘রাশিয়া এখন খুব বেশি হামলা চালাচ্ছে। এ কারণে তাদের আরও অস্ত্র পাঠাতে হবে, প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক অস্ত্র।’
পরে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, ট্রাম্পের নির্দেশে তারা ইউক্রেনে অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে। যাতে ইউক্রেনীয়রা নিজেদের রক্ষা করতে পারে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকে।
এদিকে, শুক্রবার ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ বৃদ্ধির সাথে সাথে আকাশ পথ রক্ষার জন্য কিয়েভের সক্ষমতা বৃদ্ধিতে তিনি কাজ করতে চান।
আমার বার্তা/এল/এমই