মহাকাশে আছি, অক্সিজেন কিনতে হবে— বলে নারীর থেকে অর্থ নিলো প্রতারক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আমি নভোচারী, মহাকাশ অভিযানে এসেছি। তবে হামলার শিকার হয়েছি, এখন অক্সিজেন কিনতে হবে— এসব কথা বলে এক জাপানি নারীর থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ ২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, গত জুলাইয়ে অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয় ৮০ বছর ওই নারীর। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। এই বৃদ্ধার সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এক ব্যক্তি সামাজিকমাধ্যমে পরিচিত হন।
কিছুদিন যাওয়ার পর ওই প্রতারক নারীকে জানায়, সে একজন নভোচারী। বর্তমানে একটি অভিযানে মহাকাশে আছে। কিন্তু হামলার কবলে পড়ে মহাকাশে বিপদে পড়েছে। এখন অক্সিজেন কিনতে তার অর্থ লাগবে। প্রতারক তখন তাকে অর্থ পাঠাতে বলে।
ওই নারী একাই থাকতেন। কয়েকদিন কথা বলার পর ওই ব্যক্তির সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি একাকিত্ব কাটাতে তার সঙ্গে কথা বলতেন। অর্থ চাওয়ার পর তিনি সরল মনে সেটি প্রতারককে দেন। সরলতার সুযোগ নিয়ে ওই প্রতারক তার কাছ থেকে বাংলাদেশি অর্থে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয়।
অর্থ নেওয়ার পর বৃদ্ধার সঙ্গে প্রতারক সব যোগাযোগ বন্ধ করে দেয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “যদি সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচত হয় এবং নগদ অর্থ চায়। তাহলে সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক হোন এবং পুলিশকে অবহিত করুন।”
জাপানের বেশিরভাগ মানুষ বয়স্ক। এ কারণে প্রতারকরা জাপানিদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তাদের টার্গেট থাকে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষ।
সূত্র: সিবিএস নিউজ
আমার বার্তা/জেএইচ