গাজায় হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তীব্র সংঘর্ষে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
নিহত সেনারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তারা গাজা সিটির একটি সুরক্ষিত সামরিক অবস্থানে মোতায়েন ছিলেন।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, ওই সামরিক অবস্থানে হামাসের একটি হঠাৎ আক্রমণে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণ ও গোলাগুলির মুখে সেনারা প্রাণ হারান।
ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯০৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে, যুদ্ধের ১১তম মাসে গাজা শহরের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা এখনও চলছে। সামরিক চাপে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতে প্রতিরোধের মুখেও থেমে থাকছে না তেল আবিব।
এদিকে বিশ্লেষকেরা বলছেন, সেনা হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও গাজা আগ্রাসন নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।
তবে এসব চাপ উপেক্ষা করে, গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েমে নিজেদের সামরিক কৌশল বাস্তবায়ন করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরের বিভিন্ন এলাকায় এখনও চলছে গোলাবর্ষণ, বিমান হামলা এবং স্থল অভিযানের সমন্বিত অভিযান।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের প্রতিরোধ দীর্ঘ সময় ধরেই চালু রয়েছে। প্রায় প্রতিদিনই গাজা উপত্যকার কোনো না কোনো অংশে হতাহতের ঘটনা ঘটছে। সূত্র: আনাদোলু এজেন্সি
আমার বার্তা/জেএইচ