যুক্তরাজ্যে শিখ তরুণীকে ধর্ষণ, নিজ দেশে ফিরে যাওয়ার হুমকি দিলো ধর্ষকরা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

যুক্তরাজ্যে ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তাকে ধর্ষণ করেছে দুই শেতাঙ্গ। ধর্ষণ শেষে ওই তরুণীকে পূর্বপুরুষের দেশ ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে তারা।

সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১৩ সেপ্টেম্বর) ওল্ডবারি টাউনে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘বর্ণবাদী হামলা’ হিসেবে অভিহিত করেছে। দুই অভিযুক্ত ধর্ষককে খুঁজে দিতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে তারা।

তাদের ধরতে সিসিটিভির ফুটেজ ও ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বার্মিংহামলাইভ জানিয়েছে, ওই দুই ধর্ষক শেতাঙ্গ। যার একজন গাঢ় রঙের শার্ট, আরেকজন ধূসর রঙের কাপড় পরে ছিল।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ব্রিটেনের শিখ সম্প্রদায়। তারা এটিকে টার্গেট করে হামলা হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ এমপি প্রিত কৌড় গিল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এ ধরনের ‘প্রকাশ্য বর্ণবাদ’ অত্যন্ত উদ্বেগজনক।

এক মাসেরও কম সময় আগে উলভারহ্যাম্পটনে একটি রেলস্টেশনের বাইরে তিনজন কিশোর দুই শিখ বৃদ্ধের ওপর হামলা চালায়। ওই ঘটনার রেশ না কাটতেই আবার এমন ন্যাক্কারজনক কাজ করল।

একটি ভিডিওতে দেখা গেছে, কিশোরদের হামলায় আহত হয়ে ওই দুই বৃদ্ধ মাটিতে পড়েছিল। তখনো এক কিশোর বৃদ্ধদের বারবার লাথি মারছিল।

যুক্তরাজ্যে শিখ সম্প্রদায়ের অনেক মানুষ যুক্তরাজ্যে বাস করেন। পরপর এ দুটি ঘটনার পর তাদের মধ্যে শঙ্কা সঙ্গে ক্ষোভ দেখা দিয়েছে।

সূত্র: এনডিটিভি


আমার বার্তা/জেএইচ